হরে রাম হরে বলছে মধুর স্বরে
ষোল নাম বত্ৰিশ অক্ষর গুরু দিলা মোরে নিজে কৃপা করে।
এগো লাভেমূলে সব হারাইলাম এ দোষ দিতাম করে।
লাভ করিতে আইলাম আমি ভবের বাজারে
এগো লাভে মূলে সব হারাইলাম এ দোষ দিতাম কারে
ভেবে রাধারমণ বলে এই বাসনা মনে
এগো কৃপা করি দয়ালগুরু তরাই নেও আমারে।
পূর্ববর্তী:
« হরে কৃষ্ণ রাম বলরে মন
« হরে কৃষ্ণ রাম বলরে মন
পরবর্তী:
হরেকৃষ্ণ নাম বিনে নিত্যধন নাই সংসারে »
হরেকৃষ্ণ নাম বিনে নিত্যধন নাই সংসারে »
Leave a Reply