হরি হরি বলে ডাকরে মন রসনা
হরি নাম বিনা তোমার উপায় গতি দেখি না। ধু–
মায়ের উদরে যখন উর্ধ্বপদে ছিলে তখন
বলে এলে করবে সাধনা সেকথা কি মনে পড়ে না।
রোগে শোকে ধরে যখন নাম জপোত অনুক্ষণ
কাজ সারিলে বেহুস মন নামটি মুখে আসে না।
যখন ভুগো অনাহারে তখন ডাকো পরানভরে
আহার করে ঘুমের ঘোরে তার কথা ভাবো না।
ভাবিয়া রাধারমণ বলে ভুগবে শেষে যন্ত্রণা–
ভোগে ভোগে কাল কটাইলা লয়ে শঠের মন্ত্রণা।
পূর্ববর্তী:
« হরি হইয়ে কেন বলা হরি, তোমার ভাব কিছু বুঝিতে
« হরি হইয়ে কেন বলা হরি, তোমার ভাব কিছু বুঝিতে
পরবর্তী:
হরিনাম কর সার »
হরিনাম কর সার »
Leave a Reply