হরি বলে ছাড়ো নৌকা তুফান দেখে ভয় করিও না
হরির নামে বোঝাইলে শমনের ভয় রবে না।
মণিপুরের দাড়ি ছয়জনা নৌকায় আছে আটজনা
আসিছে কলঙ্কী তুফান সাবধান মাল ছাড়িও না।
নদীর নাম কামনা-সাগর লাফে লাফে উঠে ঝড়
কত ধনীর ভরা খাইছে মারা নদীর এই ঘোর তুফানে
ভাইবে রাধারমণ বলে মন নৌকা ছাড়ো হরি বলে
হরি নামের ভরা নৌকার ডুবিবার ভয় থাকে না।
পাঠান্তর :
আসিছে কলঙ্কী তুফান >আনিয়াছে কালিনী তুফান; মাল > হাল ভরা > ঘড়া মন নৌকা ছাড়ো হরি বলে… ভয় থাকে না> মনরে তুই রাইলি বসে, যে নায়ের কান্ডারী নিতাই সে তরী কখনো ডুবে না।
অপর রূপান্তর : গো আ (৪)
পূর্ববর্তী:
« হরি বলিয়াছে হরি বলিয়াছে
« হরি বলিয়াছে হরি বলিয়াছে
পরবর্তী:
হরি বলে ডাক মন রসনা »
হরি বলে ডাক মন রসনা »
Leave a Reply