সুখময় ডাকিছে তোমারে রে প্ৰেমানন্দ
সুখময় ডাকিছে তোমারে।।ধু।।
লাউ ডপকী যত ছিল সকলই কামিনীয়ে নিলো রে
আমার আদরীরে নিল ডাকাইত চোরায়
উত্তর পাইয়া বড়বাবু বাড়ীতে নিয়া কইলো কাবুরে
ও আমার মান রাখিয়া (নাম ধরিয়া?) কইলো অপমান
নালিশ কইলাম আদালতে আপীল গেল হাইকোটেতে
ও আমার বিচারেতে ডিগ্রী না হইল রে।
বাউল রাধারমণ বলে ডিগ্রি যদি নাহি মিলে
আমার শেষ কলেতে হইব কি উপায়।
পূর্ববর্তী:
« সুখ খুঁজে মোর কাল যে গেল
« সুখ খুঁজে মোর কাল যে গেল
পরবর্তী:
সুখে থাকো নীলা তুমি ভালো থাকো গো »
সুখে থাকো নীলা তুমি ভালো থাকো গো »
Leave a Reply