শুধু ভক্তি করলে কি হবে রে সরল ভাব নাই তোর মনে
সোনার পিঞ্জিরার গো মাঝে কাকের বাচ্চা পালন করে।
চতুর পাশে আড় করিল জাত বুঝি তার গেল না রে।
সিং কাইটে চোর সামাইল ঘরের মানুষ যায় পলাইয়ে।
কাঙ্গালের ধান কাঞ্চাসোনা পাইড়ে রবে অন্ধকারে।।
গোসাই রাধারমণ বলে মানুষ জন্ম যায় বিফলে।
ব্ৰহ্মানন্দ কয় দয়াল গুরু সঙ্গে করে নে আমারে।
পূর্ববর্তী:
« শুধু গৌরার প্রেমে মজে গো কুল কলঙ্কের ভয় রাখি না
« শুধু গৌরার প্রেমে মজে গো কুল কলঙ্কের ভয় রাখি না
পরবর্তী:
শুন এগো প্রাণ লতিকা কি বলব বাঁশির কথা »
শুন এগো প্রাণ লতিকা কি বলব বাঁশির কথা »
Leave a Reply