রইলাম গুরু অকুল সায়রে প্রভু নিরঞ্জন হায় হায়রে।।ধু।।
ছয় ভাই বাণিজ্যে গোলা আসল ভাঙ্গিয়া খাইলা।
মহাজন জিজ্ঞাসিলে কি দিতা উত্তর।
উনুর ঝুনুর শব্দ করে কেমনে চোরা হামাইলো ঘরে।
ছিড়িল নায়ের পাড়া মাঝি হইল কর্ণ ছাড়া
চড়িনদারে মারিল পরানে।
ভাইবে রাধারমণ বলে শ্ৰীগুরুর চরণ তলে
ভবনদী কেমনে দিতাম পাড়ি।
পূর্ববর্তী:
« যৌবন রে, ঠেকছি তোরে লইয়া রাখব কী করিয়া
« যৌবন রে, ঠেকছি তোরে লইয়া রাখব কী করিয়া
Leave a Reply