রঙ্গে রাঙ্গে আর কতদিন চালাইবায় তরণী বানাইয়া
নাইয়া নৌকা লাগাও বন্ধের ঘাটে।।ধু।।
নুতন বরিষার জল ঘাটে বা বেঘাটে
সামনে চালাইলায় তরী না চাইলায় ফিরিয়া
দিন গেল বেলা নাই বিপদ নিকটে।
রাগ ভাঙ্গা তরীখানি বাইনে বাইনে টুটে
সকালে কিনারা লও ভয়ে প্রাণ ফাটে
রমণী ভরসা লতার মূলে যাইবে কেটে।
মহাজনের নৌকাখানি মহাজনের মাল
মহাজনের লাইবো হিসাব ঠেকাবায় পরকাল
ওরে রাধারমণ মূলধন হারা সংকট নিকটে।
পূর্ববর্তী:
« রঙ্গে রঙ্গে আর কতদিন চালাইবায় তরণী বানাইয়া
« রঙ্গে রঙ্গে আর কতদিন চালাইবায় তরণী বানাইয়া
পরবর্তী:
রজনী প্রভাত হল ডাকে কোকিলা »
রজনী প্রভাত হল ডাকে কোকিলা »
Leave a Reply