মুখে হরেকৃষ্ণ হরি বল মনপাখি।।ধু।।
গনার দিন ফুরাইয়া আইল ও ময়না
আর কত দিন বাকি।।চি।।
সুনার বানাইয়া পাখি রূপের দুইটি আঁখি
হরি নামের পাখা দিলাম, ওরে ও ময়না,
একবার উড় দেখি।।১।।
সুনার পিঞ্জিরায় পাখি যতন করিয়া রাখি
জিঞ্জিল কাইটে উড়ে গেলায় রে, ময়না,
একবার ফির দেখি।।২।।
গোসাই রাধারমণ বলে আমায় দিল ফাঁকি
মনের পাখি বনে গেলায় রে, ও ময়না,
আর নি তারে দেখি।।৩।।
পাঠান্তর : ১০৭ : মুখে > × × ও ময়না > × × সুনার বানাইয়া… আঁখি
সোনার বাসায় পাখি রূপার দুইটি আঁখি সুনার পিঞ্জিরায় দেখি > × ×
মনের পাখি … ও ময়না > মনের পাখি বনে গেল।
পূর্ববর্তী:
« মুখে একবার হরি বল ওরে মন দিন বিফলে গেল
« মুখে একবার হরি বল ওরে মন দিন বিফলে গেল
Leave a Reply