মনের আনন্দে ব্রজধামে চল রে ভাই হরি হরি বল।।ধু।।
শ্ৰীকৃষ্ণ চৈতন্যনাম পথেরি সম্বল রে
হৃদয়-পিঞ্জিরার পাখি রাধাকৃষ্ণ বল ভাই রে
মনপাখি উড়ে গেলে সকলি আন্ধাইর রে।
যোগীঋষি শিব সন্ন্যাসী ঐ নাম জপে নিরবধিরে
নামে ভইজে কালী শৰ্ম্মশানবাসী নামেতে পাগল রে।
হরি নামের দিয়ে ডেঙ্কা পার হবে ভাব খেওয়া
হরিনাম যে তরণী নৌকা শ্ৰী রাধারমণ গায়রে।
পূর্ববর্তী:
« মনে মনে ভাবিতেছি এখন আমি কোথায় যাই
« মনে মনে ভাবিতেছি এখন আমি কোথায় যাই
পরবর্তী:
মনের কথা লোকের কাছে প্রকাশ করতে লাগে ভয় »
মনের কথা লোকের কাছে প্রকাশ করতে লাগে ভয় »
Leave a Reply