মন পাখী বলি তোরে বল বল কৃষ্ণ কৃষ্ণও হরে হরে।।ধু।।
মন রে–লাভ করিতে আইলাম আমি ঐ ভবের বাজারে–
লাভে মূলে সব হারাইলাম লোহা কিনলাম সোনার দরে?
মন রে–হস্তপদে বন্ধন ছিল জননীর জঠরে
বন্ধন মোচন কে করিল কে আনিল এ সংসারে?
মন রে–ভাইবে রাধারমণ বলে জনম গেলো হেলে
চৌরাশি যোনি ভ্ৰমণ করে জনম মুনিষ্যি কুলে।
পূর্ববর্তী:
« মন না থাকলে মানুষ নাই ফুল বিহনে মধু নাই
« মন না থাকলে মানুষ নাই ফুল বিহনে মধু নাই
পরবর্তী:
মন পাগলা তুই লোকসমাজে লুকি দিয়ে থাক »
মন পাগলা তুই লোকসমাজে লুকি দিয়ে থাক »
Leave a Reply