মন তুমি কি রসে ভুলিয়াছ মিছা ভবের মাঝে কেবা
মিছা আশা করিয়াছ।।ধু।।
ঐ দেহ আপনি জানি যতন করিয়াছ
তুমি বা কার কে তোমার তোমার খবর নি করিয়াছ।
ভাই বন্ধু আপনি জানি যতন করিয়াছ।
যাইবার কালে সঙ্গের সখী করে করিয়াছ
ব্রজের জীবন রাধারমণ মনে যে ভাবিয়াছ
ব্ৰজনন্দের জীবন তরী কি রসে ডুবাইয়াছ।
পাঠান্তর / গো আী ১৬/(১৬)–
মন তুমি >রে মন, মিছা ভবের … করিয়াছ > অসার সংসারে আশা ভরসা করিয়াছ।
ব্ৰজের…রসে ডুবাইয়াছ > ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া / ব্ৰহ্মানন্দের দেহতরী শুকনায় ভাসাইয়াছ।
Leave a Reply