বন্ধু আমার প্রাণনাথ বন্ধুরে
সত্য করি বলরে বন্ধু আমার
মাথায় তুলি হাত রে।
মরা কাষ্ঠের তরীরে বন্ধু ভাসাইলাম সাগরে
নিজ হাতে বৈঠা বাইয়া দয়াল কর পার রে।
যথায় তথায় যাও রে বন্ধু আমায় রাখিও মনে
মোর মাথা খাও রে বন্ধু যদি ছাড়িয়া যাও আমারে।
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
তোমার দীন ইন মরিয়া গেলে কে ডাকিব তোমারে।
পূর্ববর্তী:
« বন্ধু আমার দিনদুনিয়ার ধন-রে
« বন্ধু আমার দিনদুনিয়ার ধন-রে
পরবর্তী:
বন্ধু আমার ভাব বুঝেছে আর সে দূরে যাবে না »
বন্ধু আমার ভাব বুঝেছে আর সে দূরে যাবে না »
Leave a Reply