প্রেমের হাটে যাবে যদি মন সাঙ্গ করি ভবের খেলা
আর নাই বেলা; চলরে এখন।।ধু।।
লইয়ে জীৰ্ণ তরী তুফান ভারী পার করে একজন।। চি।।
সে হাটের খেয়ানি মাইয়া বিন মাসুলে দিচ্ছে খেওয়া
হাওয়ার মনে আসা যাওয়া মোহনীর না করে স্পৰ্শন
নাইয়ে হেলে মাঝির মন হরে জন্মমৃত্যু আবরণ
পারের সময় নিশাকালে ত্রিপুনী তরঙ্গ খেলে
জলেতে অনল জ্বলে সদা না হয় নিবারণ
চটকে দামিনীর মত কহে শ্ৰীরাধারমণ।
পূর্ববর্তী:
« প্রেমের বাজারে যাইতে কয়জন পারে
« প্রেমের বাজারে যাইতে কয়জন পারে
পরবর্তী:
প্রেমেরি বাগানে শুনি ভ্রমরের গুঞ্জন »
প্রেমেরি বাগানে শুনি ভ্রমরের গুঞ্জন »
Leave a Reply