নামে অনুরাগ যার, সে জানিয়াছে সারাসার
নামে রুচি জিতেন্দ্ৰিয়, অপার * হে বেপার।।ধু।।
যার বসতি গৌড় দেশে, ভক্তি রসে সেই যে ভাসে
কৃষ্ণলীলামৃত রসে, সৎসঙ্গে করছে বেহার।
ঐ রসের রসিক যারা, কৃষ্ণ সুখের সুখী তারা।
হিংসা নিদ্ৰা কৈতবা ছাড়া নিত্য ভাবের ব্যবহার।
প্ৰভু রঘুনাথ প্ৰেম কারিগর, রসের নদী বহে নিরস্তর।
রাধারমণ প্রেমের কাতর, ডুইবে না পাই কিনারা।
পূর্ববর্তী:
« নামামৃত রে মন পান কর সদায়
« নামামৃত রে মন পান কর সদায়
পরবর্তী:
নারীলোকের মুখে মধু অন্তরে গরলে ভরা »
নারীলোকের মুখে মধু অন্তরে গরলে ভরা »
Leave a Reply