নাম গাইয়ে নইদে এল রে প্ৰেমধন লইয়া
কে নিবেরে ওই হরিনাম সময় যায় গইয়া
গুরুর বাক্য হদে রাইখ হইল ধরিও সামলাইয়া
গুরুবাদী ছয়জন রিপু মাল নিব লুটিয়া
নিক্তির কঁটা ঠিক রাখিও মন, ওজন কিন্তু না ছাড়িয়া
দয়াল গুরু। যদি করইন কৃপা নিবা উদ্ধারিয়া
ভাইবে রাধারমণ বলে গো মনেতে ভাবিয়া
এগো আপন দুষে খাইছি মারা হিসাব না জানিয়া।
পূর্ববর্তী:
« নাগরি জিজ্ঞাসি তোমারে কহ তোমার মানের কথা ভালবাসো করে
« নাগরি জিজ্ঞাসি তোমারে কহ তোমার মানের কথা ভালবাসো করে
পরবর্তী:
নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য মাধুরী »
নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য মাধুরী »
Leave a Reply