নাইয়া রে আমি নদীর কূল পাইলাম না
কালামেঘে সাজ কইরাছে পরান যে আর মানে না
কিনারা ভিড়াইয়া যাইও নাও যেন ডুবে না
ঢাকার শহর রং বাজারে রঙের বেচাকেনা
মদনগঞ্জের মাজন মোরা ঐ ঘাটে যাইও না রে
ভাইবে রাধারমণ বলে এই পারে বসিয়া রে
তুমি সকলেরে তরাইলায় গুরু
আমার দিন যে গেল গইয়া।
পাঠান্তর : নাইয়ারে. পাইলাম না > পাড়ি ধররে সুজন নাইয়া নদীর কুল পাইলাম না/ সন্ধানে চালইও তরী বেঙ্গু হইও না; মদনগঞ্জের … যাইওনারে > মদনগঞ্জের মোজন মারা / সৈই ঘাটে যাও না বা নাইয়া; ভাইবে … তুমি সকলোরে তরাইলয়ে > গোঁসাই রাধারমণ বলে মনেতে ভাবিয়া / পার হইমু পার হইমু করি।
Leave a Reply