নদীর তরঙ্গ দেখে কেমনে পার হবে রে
দিবানিশি কান্দি রে নদীর কুলে বইয়া।
ভাইরে ভাই লাভ করিতে আইলাম ভাবে ষোলো আনা লইয়া
আমার ধনসম্পত্তি লুইটে নিল ডাকাইতে লাগ পাইয়া।
ভাই রে শুধুই মায়া পাশে বদ্ধ হইলাম বিদেশে আসিয়া–
এদেশে দরদী নাই রে দেখা না ডাকিয়া।
ভাইরে ভাই পিছা নায়ের মাঝি ভাল তারা যায় রে বাইয়া
বালিচুরে ঠোঁইকা রইলাম আমার ভাঙ্গা তরী লইয়া।
ভাই রে ভাই ভাইবে রাধারমণ বলে নদীর কুলে বইয়া
পার হাইমু পার হইমু বলে দিন তো যায় গইয়া।
পূর্ববর্তী:
« নদীর কূলে সরিষার ফুল (চেংড়া বন্ধুয়া রে)
« নদীর কূলে সরিষার ফুল (চেংড়া বন্ধুয়া রে)
পরবর্তী:
নদীয়া নগরে আজি মঙ্গল জুকার »
নদীয়া নগরে আজি মঙ্গল জুকার »
Leave a Reply