দুর্লভ মানব দেহ আর কি হবে জানি না
চৈতন্য হইয়া রে মন গুরু ভজ না।
ও মন, ধর্মগুরু কর্মগুরু দীক্ষাগুরু শিক্ষাগুরু
গুরু কল্পতরুরে মন তাই কি জান না।
ও মন জ্বালাও গুরুজনের বাতি
অজ্ঞানেরে দেও আহুতি
ভব বন্ধন হরে মুক্তি কর ভক্তি সাধনা।
ও মন শ্ৰী রাধারমণের আশা শ্ৰীগুরু চরণ ভরসা।
গুরু কৃষ্ণ রূপের মন তাই কি জান না।
পূর্ববর্তী:
« দুজাহানের বাদশা নবীজি মোহাম্মদ রাসুল
« দুজাহানের বাদশা নবীজি মোহাম্মদ রাসুল
পরবর্তী:
দুশ্চরিত্র কানাই তুমি কলঙ্ক দাও রমে »
দুশ্চরিত্র কানাই তুমি কলঙ্ক দাও রমে »
Leave a Reply