দিন ত গেল রে মানা ভাই অবুঝারে বুঝাইতে।।ধু।।
সারাদিন কর হাতের কাম
সন্ধ্যা হইলে লইও শ্ৰী গুরুর নাম
নামটি লইও রে পরম যতনে রে।
লাভ করিতে বাণিজ্যে আইলাম
লাভ না কইরে তরী রাইখেছিলাম
তরী মাইল রে লিলুয়া বাতাসে রে।
ভাইবে রাধারমণ বলে মানব জীবন যায় বিফলে
জনম গেল কামিনী রাইয়ের কুলেরে।
পাঠান্তর : সুখ / ৫১৪ দিনত গেলারে > সাধের জনম সারাদিন … কাম> সারাদিন করি। কাম; লাভ করিতে . রাইখেছিলাম > প্ৰথমে বাণিজ্যে গেলা/কুলে না পাইয়া তয়ী অকুলে ভাসাইল/ তরী খাইলো রে লিলুয়া বাতাসে।
Leave a Reply