দয়াল গুরু বিনে বন্ধু কেহ নাইরে সংসারে
বিপদ ভঞ্জন মধুসূদন নামটি মূলাধার রে।
মন রে তোর পায়ে ধরি চানবদনে বল হরি রে
ও তোর সাধনের ধন হইল চুরি কার বায় রইলায় চাইয়া রে।
ভাই বন্ধু পরিবার কেঅ তো সঙ্গে যাবে না আর রে।
মরিলে মমতা নাইরে কইরা গিরের বার রে।
স্ত্রী হইল পায়ের বেড়ি পুত্র হইল কাল রে
ছাড়াইতে না পারি এই ভবের জঞ্জাল রে।
ভাইবে রাধারমণ বলে মানবজীবন যায় বিফলে রে
শমনতরী ঘাটে বাধা নিকটে নিদান রে।
পাঠান্ডর : গো আ : দয়াল বিনে বন্ধু কেহ নাই। এ সংসারে। দয়াল, বন্ধু কৃপা সিন্ধু বিপদ ভঞ্জন মূলাধার। ভাই বন্ধ পরিবার কেবা সঙ্গে যায় কার। মরিলে মমতা নাই ত্বরায় করে ঘরের বায়। মনেতে মিনতি করি চানবদনে বল হরি। সাধনের ধন হইল চুরি কার পানেতে চাই আর। ভাইবে রাধারমণ বলে মানব জীবন যায় বিফলে / ঘাঠে বান্ধ শমন তরী নাই আশা তরিবার।
পূর্ববর্তী:
« দয়াল আল্লাহ করো দয়া নাই যার দয়ার সীমানা
« দয়াল আল্লাহ করো দয়া নাই যার দয়ার সীমানা
পরবর্তী:
দয়াল গুরু সংসারে আমার কি লাভ বাঁচিয়া »
দয়াল গুরু সংসারে আমার কি লাভ বাঁচিয়া »
Leave a Reply