ত্ৰাহিমাং শ্ৰীকৃষ্ণ চৈতন্য দয়ালু হে
অকুল ভব সাগরে ডুবিয়া মরিলু হে।
বিফল মানব দেহ তোমা না ভজিলু হে
মোহোবশে আত্মরসে তোমা পাশরিললু হে।
সাধুসঙ্গ গুরু সেবা কিছু না করিলু হে
না হইল নামে রুচি নাম না জপিলু হে।
পতিত পাবেন গৌরা পুরানে শুনিলু হে।
শ্ৰী রাধারমণ-কেন অকুলে ভাসিলু হে।
পূর্ববর্তী:
« ত্রি সিমান্ত যায়রে দেখা
« ত্রি সিমান্ত যায়রে দেখা
পরবর্তী:
ত্ৰিভঙ্গের ভঙ্গিমা দেখা »
ত্ৰিভঙ্গের ভঙ্গিমা দেখা »
Leave a Reply