চুপ করে আছিস মন কিবা শক্তিবলে
হরি বলে এখন তুমি ভেসে যাও প্ৰেম সলিলে।।ধু।।
অন্তরেতে ঘুণ ধরেছে পাক ধরেছে সব চুলে
দাঁতগুলি সব খসে গেছে মাংসপেশী গেছে ঝুলে।
শিয়ারে তোর যম বসায় নিজেরে ধরে এককালে
তখন তোর বিষয় বৈভব থাকবে কে তে আগুলে
ভয়ে সারা দৃষ্টিহারা ভাসবে রে নয়ন সলিলে
হায় তখন বাকহারা যেতে হবে সব ফেলে।
গায়ে দিলে নুতন বসন দগ্ধ করবে অনলে
বিষয় বৈভব রবে পড়ে ভাইবে রাধারমণ বলে।
পূর্ববর্তী:
« চিরদিন কি বাঁচে মানুষ চিরদিন কি বাঁচে
« চিরদিন কি বাঁচে মানুষ চিরদিন কি বাঁচে
পরবর্তী:
চুলা বানাইল কি কৌশলে »
চুলা বানাইল কি কৌশলে »
Leave a Reply