গুরুভক্তি নাই যার অন্তরে
মহাপাপী দুরাচার সে নরাধম পশুর সমান রে।
মানুষ হইলে কি হয় মানুষের কাজ যদি না করে
আহার নিদ্ৰা মৈথুনাদি পশুরে দিয়াছেন বিধি
তারা সব নিরবধি বিধানে সব কাৰ্য করে।
শুধু জ্ঞানের জন্য মানুষ জন্ম নিলাম সংসারে।
ভাইবে রাধারমণ কয় শাস্ত্ৰ বিদ্যা জ্ঞানের বিষয়
যদি জ্ঞান না হয় মনে সেই জ্ঞানের ফল কিছু নাইরে।
পূর্ববর্তী:
« গুরুপদ পদরাবৃন্দে মনভুজঙ্গ মজনারে
« গুরুপদ পদরাবৃন্দে মনভুজঙ্গ মজনারে
পরবর্তী:
গুরুর চরণ অমূল্যধন সারা করিবে কবে »
গুরুর চরণ অমূল্যধন সারা করিবে কবে »
Leave a Reply