গুরু না মানিলাম গো সখী আমি কি দিয়া
করিতাম গৈা বেপার।
বেপারিয়ে বেপার করে, গুরু আমার কান্দা মাত্র
হইল সার।।ধুয়া।।
ভাঙ্গা নায়ে জাঙ্গা দিয়ে মস্তুল কইলাম সার,
রাধার নামে বাদাম দিয়ে রে মন যাইতাম নিতাইর প্রেমবাজার
প্রেম বাজারের খরিদ বিক্রী কেবল হরিমান সার,
রমণের নাই টাকা কড়ি রে মন নাইসে রে ধনের ভাণ্ডার।
পাঠান্তর : গো আ/২৩ : নিতাইর প্ৰেমবাজারের পর যোগ হবে–প্ৰেমবাজারের খরিদ বিক্রি কেবল হরিনাম সার / রাধা নামে বাদাম দিয়া যাইতাম প্রোমবাজার ।
পূর্ববর্তী:
« গুরু ধরিলে ভোলা মন যাবে নে তোর
« গুরু ধরিলে ভোলা মন যাবে নে তোর
পরবর্তী:
গুরু নির্ধনের ধন অধম জানি শিক্ষা দেও »
গুরু নির্ধনের ধন অধম জানি শিক্ষা দেও »
Leave a Reply