গুরুধন ভবাৰ্ণবে আমার জাগা কৈ—
নিজের জ্বালায় প্ৰাণ বাঁচেনা পরার জ্বালা কেমনে সই।।ধু।।
সাধ করে আনিলাম দুধ হইয়া গেলো দই
হাত বাড়াইয়া মাখন তুলে আমি মাথে লই।
মথুরার হাটে গেলু করিতে বেপার
শ্ৰী রাধারমণের কপাল মন্দ লাভ হইল না খেতি বই।
পূর্ববর্তী:
« গুরু, ভজন হইল না রে অজ্ঞান মন ভাবে আসা যাওয়া হইল
« গুরু, ভজন হইল না রে অজ্ঞান মন ভাবে আসা যাওয়া হইল
পরবর্তী:
গুরুপদ পদরাবৃন্দে মনভুজঙ্গ মজনারে »
গুরুপদ পদরাবৃন্দে মনভুজঙ্গ মজনারে »
Leave a Reply