গুরু তুমি কারবারের রাজা ষোলজনে মারে মজা
বসে বসে হিসাব কষি বইলাম শুধু ভূতের বোঝা।
দোকানে নাই মাল আমদানী বসে শুধু হিসাব টানি
নিজে করি বিকি কিনি নিকাশে দেখি ঋণের বোঝা।
কর্মচারী যে ৬ ৪ জানা তারা কেই কথা শোনে না
মেনেজার অতিশয় সোজা তোমার তহবিল তুমি নেও
নইলে বনধ করা দরজা–।
বিনয় করে কৈ চরণে যা লয় কর তোমার মনে
উচিত দিও মোরে সাজা নইলে খালাস কর–
রাধারমণ কয় সোজা।
পাঠান্তর : কর্মচারী … তুমি নেও > কর্মচারী যে ছয়জনা তারা কেউ কথা শোনে না / ম্যানেজারী অতি নয়। সোজা। তোমার তহবিল তুমি সমঝো; বিনয় …সোজা > বিনয় করে কই চরণে–যা লয় তোমার মনে উচিত দেও মোরে সাজা/ নইলে তুমি খালাস কর রমণ তোমার ভিটার প্রজা।
পূর্ববর্তী:
« গুরু কও মোরে সার শিক্ষা দেও মন্ত্র মোরে
« গুরু কও মোরে সার শিক্ষা দেও মন্ত্র মোরে
পরবর্তী:
গুরু ধরিলে ভোলা মন যাবে নে তোর »
গুরু ধরিলে ভোলা মন যাবে নে তোর »
Leave a Reply