গুরু ও দয়ালগুরু আমি ঘোর অন্ধকার দেখি।
গুরুর বাড়ি ফুল বাগিচা শিষ্যের বাড়ি কলি
গুরুয়ে দিলা মহামন্ত্র যুগে যুগে তরি।
গুরু যাইন নাওয়ে নাওয়ে শিষ্য যাইন তড়ে
খেওয়ার কড়ি নাই মোর সঙ্গে জামিন দিতাম কারে।
ভাইবে রাধারমণ বলে নদীর কুলে বইয়া
পারৈমু পারৈমু করি দিনত গেল গইয়া।
পাঠান্তর : গো আ ২৪ — গুরু ও দয়ালু গুরু > ভণিতার পূর্বে যোগ করতে হবে অকুল সমুদ্র মাঝে শুক পাখির বাসা। ঝলকে উড়ে ঝলকে পড়ে আজব তামেশা।
Leave a Reply