কোন ভাবে আইলামরে নিতাই
চৈতন্যের হাটে মাইরা খাইলাম রে।
রঙ্গে আইলাম রঙ্গে গেলাম
রঙ্গে ভুইলা রইলাম।
রঙ্গে রঙ্গে মহাজনের
তবিল ভাঙ্গিয়া খাইলাম।
উল্টা আইলাম উল্টা গেলাম
উল্টা কলে রইলাম।
উল্টা কলে চাবি দিয়া
তালা না খুলিলাম।
এক সমুদ্রের তিনটি ধারা
তারে না চিনিলাম।
গঙ্গার জল তাজ্য করে
কু-জল খাইয়া মাইলাম।
গোসাঁই রাধারমণ বলে এইবার এইবার
দুর্লভ মনুষ্য জনম না হইব আর।
পূর্ববর্তী:
« কোন বা দোষে গেলায় রে ছাড়িয়া
« কোন বা দোষে গেলায় রে ছাড়িয়া
পরবর্তী:
কোন রুপ হেরিলাম গো আমি বাতেনী নয়নে »
কোন রুপ হেরিলাম গো আমি বাতেনী নয়নে »
Leave a Reply