কৃষ্ণ নামে আমার মন কেন মজেনা
স্বভাব দোষ আর গেল না। ধু ।
নিষেধ বাধা নাহি মানে প্রবল হইল। ছয়জনা।।চি।।
ছয় দিকে ছয় জনায় টানে নিষেধ মানে না।
আমায় অকুলে ডুবাইয়ে মোরল কুলকিনারা পাইলাম না।।১।।
হরেকৃষ্ণ হরেকৃষ্ণ করা উপাসনা।
হরেকৃষ্ণ নাম লইলে ভবা যন্ত্রণা রবে না।।২।।
ভাইবে রাধারমণ বলে শুন রে। আমার মনা
গুরুর পদে না হইল রতি রইলাম কেন, মরলাম না।। ৩।।
পাঠান্তর : নিষেধ বাধা…ছয় জনা > অকুলে ডুবাইয়া মোরল কুল কিনারা পাইলাম না; ছয় জনায় টানে > ছয়জনে; আমায় অকুলে … পাইলাম না। গুরুর পদে… মরলাম না > গুরুপদে না হইল ভক্তি রইলাম কেনে মাইলাম না।
পূর্ববর্তী:
« কৃষ্ণ নাম ব্ৰহ্মা সনাতন দিবা নিশি করা রে ভাবন
« কৃষ্ণ নাম ব্ৰহ্মা সনাতন দিবা নিশি করা রে ভাবন
পরবর্তী:
কৃষ্ণ প্ৰেম সিন্ধু মাঝে থাক মইজে »
কৃষ্ণ প্ৰেম সিন্ধু মাঝে থাক মইজে »
Leave a Reply