কালারে মুই তোরে চিনলাম না
তুই যে অনাথের বন্ধু তার অই যত কারখানা।।ধু।।“
তুই কালা অনাথের বন্ধু পার কর ভব সিন্ধু
না বুঝিলাম এক বিন্দু, তোর যত ছলনা।
তুই কালায় করিলে ভক্তি পাপী তাপী পায় মুক্তি
তোর সনে করিলে চুক্তি শেষ কালের ভয় থাকে না
ভাবিয়া রাধারমণ বলে কোন পথে তোরে মিলে
কান্দি জনম গায়াইলে পাই না তোর ঠিকানা।
পূর্ববর্তী:
« কালার সঙ্গে প্ৰেম করিয়ে গো লাঞ্ছনা তোমার
« কালার সঙ্গে প্ৰেম করিয়ে গো লাঞ্ছনা তোমার
পরবর্তী:
কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া »
কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া »
Leave a Reply