কার পানে চাইয়া রে মনা
কার পানে চাইয়া
সাঞ্ঝাকালে ঘোর জঙ্গলে কান্দরে
রে বিয়াকুল হইয়া।
না লইলায় গুরুদীক্ষা, আগে
করলায় বিয়া
এমন সুন্দর নারী কার ঠাঁইন
বড় বাড়ী বড় ঘর ভাই বড় কইলায়
আশা
সেই আশা ভাইঙ্গা নিব নদীর
কুলে বাসা
রাধারমণ বলে নদীর
কুলে বইয়া
পার হইমু পার হইমু করি দিন ত
যায় মোর গাইয়া।
পূর্ববর্তী:
« কার কুঞ্জে নিশি ভোর রে, রসরাজ রাধার মনচোর
« কার কুঞ্জে নিশি ভোর রে, রসরাজ রাধার মনচোর
পরবর্তী:
কার প্রেমে মজিয়া রইলারে বন্ধু »
কার প্রেমে মজিয়া রইলারে বন্ধু »
Leave a Reply