কাঙালি জানিয়া পার কর
দয়ালগুরু, জগতে উদ্ধারো।
আকাশেতে থাকো গুরু পাতালেতে ধরো
আমি বুঝিতে না পারি তোমার মহিমা অপারো।
সাপ হইয়া দংশ গুরু উঝা হইয়া ঝাড়ো।
রমণী হইয়া গুরু পুরুষের মন হরো
ভাইবে রাধারমণ বলে অসার সংসারো
তুমি জগতে তরাইলায় গুরু আমি রইলাম পারো।
পাঠান্তর : গো আ–পাতালেতে ধরে > পাতালেতে খেলো; রমণী. পুরুষের > পুরুষ হইয়া গুরু রমণীর; তুমি … রইলাম পারো-> সকলেরে তরাইলায় গুরু আমারে পার করো।
পূর্ববর্তী:
« কাঙাল ভক্ত তোমায় ডাকিয়াছে রে
« কাঙাল ভক্ত তোমায় ডাকিয়াছে রে
পরবর্তী:
কাঙালের বন্ধু রে কাঙাল জেনে দয়া কর মোরে »
কাঙালের বন্ধু রে কাঙাল জেনে দয়া কর মোরে »
Leave a Reply