কলির জীবনে ভাবনা কিরে মন
হরে কৃষ্ণ নাম যার হৃদয়ে গাথা।
ছয় রিপুর সনে যোগ মিলাইয়ে
দয়াল গুরুর চরণে মুড়াইও মাথা।
আশাবৃক্ষ রোপণ কৈরে বৃক্ষ প্ৰেমফল ধরিবে বৈলে
বৃক্ষে প্ৰেমফল ধরিত যদি দিনে দিনে বাড়িতো তরু গো লতা
ভাইবে রাধারমণ বলে যে ধইরাছে গুরুর পদে।
যে ধইরাছে গুরুর পদে
তার জীওন মরণ সমান গো কথা।
পূর্ববর্তী:
« কলির জীব তরাইতে গো ও নৈদাপুরে
« কলির জীব তরাইতে গো ও নৈদাপুরে
পরবর্তী:
কলির জীবের ভাগ্যে গৌরচান্দ উদয় হইয়াছে »
কলির জীবের ভাগ্যে গৌরচান্দ উদয় হইয়াছে »
Leave a Reply