ওগো দরদী নাই এ সংসারে
আমি এক হইয়া আসিলাম এ ভব সংসারে।।
আত্মীয় বন্ধু যতই ছিল সবা রহিল দূরে
সকলে মন্ত্রণা করে ডুবাইতে আমারে।।
দেশবেশ যতই ছিল সবে ভিন্ন বাসে
এমন দরদী নাই, থাকি কার আশে।।
রাধারমণ বাউল বলে ঝুরে দুই নয়নে
যথায় বন্ধু তথায় যাইমু ছাই দিয়া কুল মানে।।
—-
পাঠান্তর : শ্ৰী : ওগো > আমার; এ সংসারে > জগতে। হইয়া সংসারে > ভাবি এ সংসারে; দেশবেশ > দেশখেল গো আঃ–আমি একা আসিলাম > একা আমি ভাসিলাম দেশবেশ > দেশ খেশ হা–আসিলাম … সংসারে > ভাসিলাম এ ভবাসাগরে
পূর্ববর্তী:
« দক্ষিণ হাওয়ারে চক্ষে নাহি দেখা যায়
« দক্ষিণ হাওয়ারে চক্ষে নাহি দেখা যায়
পরবর্তী:
দাঁড়ারে দাঁড়ারে নিমাই তোরে দেখিব বলে »
দাঁড়ারে দাঁড়ারে নিমাই তোরে দেখিব বলে »
Leave a Reply