ও আমি সদায় থাকি রিপুর মাঝে —
মন ভালো নায়, বলুম করে।।
ইমান থাকলে আল্লা মিলে–
কাম করলে পয়সা মিলে।
এগো, যা কিছু কামাইলাম ধন–
সব খোয়াইলাম ঘাটের কুলে।।
ভালো মানুষের আত ধোওয়াইলে
একদিন কাম আয় নিদান কালে।
এগো, কমিন্দর লগে দুস্তি কইলে–
মুখ পোড়া যায় বিনা গুইনে।।
ভাইবে রাধারমণ বলে,
প্ৰেম করো না ছাইলার সনে।
এগো, ছাইলার আতে কথা দিলে
মাও বলিয়া আসব কোলে।।
পূর্ববর্তী:
« আমি শুধু আমার সুরে তোমারি গান গাই
« আমি শুধু আমার সুরে তোমারি গান গাই
পরবর্তী:
আমি সাধ করে পরেছি গলে শ্যামকলঙ্কের মালা »
আমি সাধ করে পরেছি গলে শ্যামকলঙ্কের মালা »
Leave a Reply