এ মানুষে সেই মানুষ আছে ভেবে দেখো মন
হৃদেরে চক্ষু খুইলে করো তারে আকিঞ্চন।।ধু।।
চিনিয়া গুরুর পদ করা রে সেবন
তাহা হইলে খুলিবে চক্ষু দেখবে রূপ জগৎ মোহন।
হেলায় হেলায় কাল কাটাইলে না হবে দরশন
শ্ৰী রাধারমণের আশা — রইবে অপূরণ।
পূর্ববর্তী:
« এ ভব শুধু পাগলের মেলা পাগলে পাগলে ঠেসাঠেসি
« এ ভব শুধু পাগলের মেলা পাগলে পাগলে ঠেসাঠেসি
পরবর্তী:
এ সংসার সকলি আমার »
এ সংসার সকলি আমার »
Leave a Reply