একি বিপদ হইল গো হরিনামটি লাইবার আমার সময় নাই।
ঘোর বিপদে পড়িয়া ডাকি হরি তোমার দয়া নাই।।
ভাই বন্ধু যত ছিল সময় দেখিয়া পলাইল
চতুর্দিকে সব বিদেশী আপন দেশের কেহ নাই।।
ভাইবে রাধারমণ বলে মানব জীবন যায় বিফলে
যখন যমের চরে বাধিয়া নিব তখন দিবে। কার দোহাই।।
পূর্ববর্তী:
« একি দুরাশা একি দুরাশা
« একি দুরাশা একি দুরাশা
Leave a Reply