ইলিশামাছ কি বিলে থাকে কাঠাল কি কিলাইলে পাকে
মধু কি হয় বলার চাকে মধু থাকে মধুর চাকে।
বিন্দু করি জমায় পোকে মধু কি হয় বলার চাকে
আছে একাল চাকে।
ভাইবে রাধারমণ বলে *বিপিন রে তুই কি কাজ কৈলে
ধান তুই বাইন করিলে শাইল ক্ষেতে আমন দিলে
আর কি বীচের নাগাল পাবে।
—
* শ্ৰী /১৬১-তে গানটি বিপিনের নামে রয়েছে একটি বড়ো গানের শেষাংশ রূপে। বিপিনচন্দ্র রাধারমণের একমাত্র দীর্ঘজীবী পুত্ৰ।
পূর্ববর্তী:
« ইমান রাখো শক্ত মুমিন রাখো আল্লায় ভক্তি
« ইমান রাখো শক্ত মুমিন রাখো আল্লায় ভক্তি
পরবর্তী:
ইয়া আল্লাহু ডাকি তোমায় দমেতে দমেতে »
ইয়া আল্লাহু ডাকি তোমায় দমেতে দমেতে »
Leave a Reply