আরে ও পাগোলার মন রে,
আইজ আনন্দে হরির গুণ গাও ॥
আয় ঊর্ধ্ববাহু, হেট মাথে,
যখন ছিলায় মাতৃ-গৰ্ভে–
এখন ভূমিতে পড়িয়া মাটি খাও।।
আর নয়ন দুইটি রত্ন ভরা,
তোমার চরণ দুইটি রথের ঘোড়া;
তোমার হস্ত দুইটি গুরুর সেবা দাও।।
ভাইবে রাধারমণ বলে–মনরে তুই রইলে ভুইলে
একবার ‘হরি’ বইলে ব্ৰজে চইলে যাও।
পূর্ববর্তী:
« আরে ও ডালের কোকিল
« আরে ও ডালের কোকিল
পরবর্তী:
আরে ও পুবালী বাতাস »
আরে ও পুবালী বাতাস »
Leave a Reply