আমারে করগো উদ্ধার, আমি অধম দুরাচার।
কত পাপের ভরা লাইছি। মাথে, হইয়াছি দ্বিগুণ ভার।।
সোনা থইয়ে, দস্তা লইয়ে, করিতেছি রঙ্গের কারবার।
কত ইরামন মাণিক্য থৈয়া, রাংচায় মন মজিল আমার।
ভাইবে রাধারমণ বলে, আমি ভুলিয়ে রইলাম মায়াজালে।
আমার মত পাপী বুঝি ত্ৰিজগতে নাই গো আর।।
পূর্ববর্তী:
« আমারে আসিবার কথা কইয়া
« আমারে আসিবার কথা কইয়া
Leave a Reply