অজ্ঞান মন রে তুমি রহিয়াছ ভুলিয়া ।।ধু।।
লাভ করিতে আইলায় ভবে মহাজনের ধন লইয়া,
লাভে মূলে সব খোয়াইলায় কামিনীর সঙ্গ পাইয়া।
অমূল্য মানিক, আইলায় সঙ্গেতে লইয়া,
বেভুলে হারাইলায় তারে সংসারে মজিয়া।
ভাবিয়া রাধারমণ বলে নদীর কুলে বইয়া,
যে ভাইয়ে জানিছে হিসাব যাইব পার হইয়া।
পূর্ববর্তী:
« অজানা এক পথে আমি করেছি গমন
« অজানা এক পথে আমি করেছি গমন
পরবর্তী:
অজ্ঞান মন, কৃষ্ণ ভক্তিরসে কেন ভুবলে না »
অজ্ঞান মন, কৃষ্ণ ভক্তিরসে কেন ভুবলে না »
Leave a Reply