নদীর কূলে সরিষার ফুল
তুই খা\’লি মোর জাতিকুল,
ছেড়ে দে, ছেড়ে দে ঝেড়ে বাঁধি চুল।।
চেংড়া বন্ধুয়া রে–
ছেড়ে দে, ছেড়ে দে, ঝেড়ে বাঁধি চুল।।
মন তো পিরিত জানে না
বন্ধু আমায় ছাড়ে না,
দুই টাকা দিলো বন্ধু পিরিতের বায়না।।
তোমরা জানিয়া করবেন কী?
তোমরা শুনিয়া করবেন কী?
হায়রে নষ্ট করলা বন্ধু আমার দারুন পিরিতি।।
চ্যাংরা বন্ধুয়া রে–
ছেড়ে দে, ছেড়ে দে ঝেড়ে বাঁধি চুল।।
তুই আসবার চাইয়া আসলা না
কথা দিয়া কথা রাখলা না,
মন মিলে মনের মানুষ মিলে না।।
তুই দেখতে দেখতে সিয়ানা হইলি
আবার না বলিয়া চলিয়া গেলি,
এত গোসা বন্ধু তোমার অন্তরে।।
ভাওয়াইয়া গান
গীতিকার, সুরকার : সংগৃহীত
Leave a Reply