প্রাণবন্ধুর লাগিয়া কলঙ্কিনী হইলাম রে
এ জীবন ত্যাজিব আমি যমুনায় ঝাঁপ দিয়া
ও সখী রে
সরলে গরল মিশাইলাম অমত বলিয়া
এখন বিষে অঙ্গ জাইরা নিল অনল উঠিল জ্বলিয়া রে…
কলঙ্কে ঘিরিল ঘোর কলঙ্কে নিল ছাইয়া
আমি পরের জন্য প্রাণ কাঁদাইলাম হায় হায়
পরকাল হারাইয়া রে…
ও সখী রে
সাগরে নামিলাম অঙ্গ শীতল বলিয়া সখী শীতল বলিয়া
সেও সাগর শুকাইয়া গেল আমারে দেখিয়া রে।
এ জীবন ত্যাজিব আমি…
Leave a Reply