ওরে ও আমার উপাসনার বন্ধু
কোথায় গেলা রে আমারে পাথারে ভাসাইয়া
কোথায় গেলা প্রাণের বন্ধু ঘর আঁধার করিয়া
এখন আলো শূন্য ঘরে আমি রব কী করিয়া
আমার উপাসনার বন্ধু …
মন নিলা প্রাণ নিলা বন্ধু ভালোবাসা দিয়া
যাবার বেলা কেন বন্ধু না গেলা বলিয়া রে
উপাসনার বন্ধু রে…
আগে যদি জানতাম বন্ধু যাবা রে ছাড়িয়া
দুই চরণ বান্ধিয়া রাখতাম আমি মাথার কেশ দিয়া রে
উপাসনার বন্ধু রে…
কথা : ?
Leave a Reply