আমি আর কি দেখা পাব বন্ধু রে…
আমার দিনে দিনে তনু হলো ক্ষীণ
কেবল ভাবিতে তাহারে
আর কি দেখা পাব বন্ধু রে…
দু নয়নের জলে আমার বক্ষে বহে নদী
এতদিনে ক্ষয় হইয়া রে যাইতাম,
পাষাণ হইতাম যদি
আমার হাড়-মাংস করিল ফাঁসা রে
ওই না অন্তর কাঁটা পোকে রে
আমি আর কি দেখা…
হইতাম যদি জলের কুমির খুঁজিতাম জলে
ও আমি হইতাম যদি বনের বাঘ রে
খুঁজিতাম জঙ্গলে
হইতাম যদি উড়া পাখি রে
উড়ে দেখতাম জগৎ ভরি রে
আমি আর কি দেখা পাব তারে…
কথা : কুমোদ কান্ত
পূর্ববর্তী:
« আমি আছি আশায় গো পুরাও মনের বাসনা
« আমি আছি আশায় গো পুরাও মনের বাসনা
পরবর্তী:
আমি আর না আসিবো ভবমাঝারে মানব জনম লইয়া »
আমি আর না আসিবো ভবমাঝারে মানব জনম লইয়া »
Leave a Reply