সে যে আমার মন নিয়াছে নাই বুঝি তার মনে
সখী রে… আর কি আমার সেই দিন আছে
সুধা সিন্ধু শুকাইয়া গেছে প্রেম বিহনে
সখী রে আর কি আমার সেই দিন আছে
সুধা সিন্ধু শুকায়ে গড়েছে কালা বিহনে।
আমার অন্তর খুলে দেখোনা সখী গো
ও আমার অন্তর পোড়া প্রেম আগুনে
নাই বুঝি তার মনে..
সখী বৃন্দাবনে নাই সুখ বসন্ত
মন জেনে এলো না কান্ত এতদিনে
সে যে এমন প্রেমে কেমন করে সখী গো
নিঠুর মন বাঁইধাছে কোন পাষাণে।
নাই বুঝি তার মনে…
সখী রে গোপনে গোপনে আর কাঁদব কত
দুই-এক দিনের কথা নয়, হলো বহুদিন গত
আমি প্রতিদিন তারে চাই না সখী গো
দেখা দিবে মাত্র দুই-এক দিনে।
নাই বুঝি তার মনে…
—
কথা : কুমোদ কান্ত
পূর্ববর্তী:
« সুসময়ে ছাড়ো নৌকা বেলা বয়ে যায়
« সুসময়ে ছাড়ো নৌকা বেলা বয়ে যায়
পরবর্তী:
সে যে আড়ালে থাকে, উঁকি দিয়া দেখে »
সে যে আড়ালে থাকে, উঁকি দিয়া দেখে »
Leave a Reply