ডালেতে লড়িচড়ি বইয়ো চাতকি ময়নারে
গাইলে বৈরাগীর গীত গাইয়ো
গাইলে বৈরাগীর গীত গাইয়ো
মনো খইলে চাতকিনী
নদীর ফানি খাইয়ো ময়না
নদীর ফানি খাইয়ো
ফুলো মধু খাইতো চাইলে ফুলো বনে যাইয়ো
চাতকি ময়নারে
ওরে চাতকি ময়না
অঙ্গ তোরো কালা ময়না
অঙ্গ তোরো কালা
তর মনে আর আঁর মনে এক্কই ফ্রেমর যালা
চাতকি ময়নারে
দক্ষিণমূখী বইলেরে ময়না
বাতাস লাগে গায়রে ময়না
বাতাস লাগে গায়
পশ্চিমমূখী বইলেরে ময়না
অঙ্গ যলি যায়রে
অঙ্গ যলি যায়রে
অঙ্গ যলি যায়
উত্তরমূখী বইলেরে ময়না
শীতে খাইবো চাইয়োরে ময়না
শীতে খাইবো চাইয়ো
কোনদি আইবো ফরাণবন্ধু
আগে মোরে কইয়োরে
আগে মোরে কইয়ো
ক্ষয়হীন আস্কর আলী
সময় হইলে ফারে ময়না
সময় হইলে ফারে
মাধব বৈরাগীর সনে
ফরান বন্ধুয়ার সনে
মিলায় দিইয়ুম তোরে
চাতকি ময়নারে
———
আস্কর আলী পণ্ডিত
Leave a Reply