ও চোখে আমার শুরু আর শেষ
আমারি জীবন আর আমারি মরণ।
একই আকাশে দেখেছি যে আমি
পূর্ণিমা চাঁদ আর চন্দ্রগ্রহণ।।
তুমি দীপের আলো, তুমি আলেয়া।
পালতোলা তরি তুমি, ঝড়েরি খেয়া।
যে খেলা খেলেছো, তখনি সে ভাবে।
খেলে গেছে, এ মন।
তুমি ফাগুনে বেলা, ফুলেরি হাসি
সর্বনাশে দিনে তুমি হাহাকারের বাঁশি।
সুখেরি বাঁধনে, ব্যাথারি রোধনে,
করেছি আপন।
Leave a Reply