ও সুজন বন্ধুরে
আমার যাবার বেলায় নয়ন জলখানি
যদি তোমার মনে না লয়
আমি না যেন জানি।।
বন্ধুরে, আমার ব্যথার মালারে বন্ধু
বন্ধু যদি গলে লাগে
তবু তাহা নারে কইও
বন্ধু এই অভাগার আগেরে।।
বন্ধুরে, ভালো লাগে বইলারে আমি
বন্ধু চাই যে মুখের পানে
যদিও তুমি না চাও ইহা
বন্ধু লোকে না যেন জানেরে।।
————-
জসীম উদ্দীন
Leave a Reply