প্রসাদী – একতালা
কেমন করে ছাড়ায়ে যাবা
দেখবো এবার অধম বলে।
ছেলের হাতে কলা নয় মা, ফাঁকি দিয়ে কেড়ে খাবা॥
এমন ছাপান ছাপাইব, মাগো খুঁজে খুঁজে নাহি পাবা।
বৎসপাশে গাভী যেমন, তেমন পাছে পাছে ধাবা॥
প্রসাদ বলে ফাঁকিজুঁখি, মাগো দিতে পার পেলে হাবা।
আমায় যদি না তরাও মা, শিব হবে তোমার বাবা॥
Leave a Reply